menu-iconlogo
huatong
huatong
popeye-bangladesh-raater-kotha-cover-image

Raater kotha

Popeye bangladeshhuatong
MahirFaiyazhuatong
Liedtext
Aufnahmen
চাঁদ তারা সাগর

– পাহাড় ঝর্না

তারে ছাড়া সবই বৃথা রে বৃথা

রাত নেমে জিজ্ঞেস করে আমায়

– জেগে আমি কেন ?

তার পানে তাকাই

আর কত জাগবিরে তুই?

তোর চোখের ঘুম গেছে কই?

যা ঘরে আজ ঘুমা ,

কাল আবার হবে কথা

রাতের সাথে আমার কথা

যখন সূর্য দেয় ভেঙে

বুঝি কত আমি একা , এই ক্লান্ত সকালে

বলি আমায় ঢেকে রাখো, তোমার হারানোর মেঘে

রাত্রি বলে তুমি থাকো , আমি ফিরবো কাল এসে

জল সাগর বাঁধে চোখে বাসা

ভাঙা স্বপ্ন মেলে বাতাসে ডানা

নদীর স্রোতে ভেসে ভেসে যায় রাত

ছেঁড়া চাদরে জড়িয়ে ধরা পাল

আর কত রাত জেগে তুই?

থাকবিরে চোখ পেতে তুই?

যা ঘরে যা ঘুমা, কাল আবার হবে দেখা

রাতের সাথে আমার কথা

যখন সূর্য দেয় ভেঙ্গে

বুঝি কত আমি একা , এই ক্লান্ত সকালে

বলি আমায় ঢেকে রাখো, তোমার হারানোর মেঘে

রাত্রি বলে তুমি থাকো , আমি ফিরবো কাল এসে

চাঁদের আলো নিভে যায়

সূর্যের আলো ভাঙে সবই দিশায়

চোখ বুঝে জানিনা কখন

উঠবো আমি সূর্যোদয় তখন

আর কত জাগবিরে তুই?

তোর চখের ঘুম গেছে কই?

যা ঘরে আজ ঘুমা ,

কাল আবার হবে কথা

রাতের সাথে আমার কথা

বুঝি কত আমি একা , এই ক্লান্ত সকালে

বলি আমায় ঢেকে রাখো, তোমার হারানোর মেঘে

রাত্রি বলে তুমি থাকো , আমি ফিরবো কাল এসে

Mehr von Popeye bangladesh

Alle sehenlogo

Das könnte dir gefallen