menu-iconlogo
huatong
huatong
popeye-tikto-shotto-cover-image

Tikto Shotto

Popeyehuatong
prentiss_starhuatong
Liedtext
Aufnahmen
গত রাতে ছিলে ঘরে, বলে দিলেই

ভেবো না আমি বুঝি না, ছিলে কই

মনে গোপনে যতো না কথা ঢাকছো

তোমার চোখে দেয় বলে ইশারায়

আর নাহি লুকালে গভীর জলে

নিজের জালে নিজে ফেঁসে কি আমায়

দেখাতে চাও তুমি কতো নিকৃষ্ট

কতো মিছে করে গেছো অভিনয়

গত রাতে ছিলে ঘরে, বলে দিয়েই

ভেবো না আমি বুঝি না, ছিলে কই

বলো এমন কী কখনও পারিনি দিতে তোমায়?

আদৌ জানতে যদি কতো ভালবেসেছি তোমায়!

আমি কখনো ভাবিনি ভালো নিজেকে

তবে তুমি দিয়েছো করে নিরুপায়

আজ বলতে পারি পুরো নির্বেগে

তুমি সবচে′ জীবনে বড় ভুল আমার

ঘৃণা করতে গিয়েও করি না শেষে

যেন তুমি প্রাপ্য না ঘৃণারও

আর নাহি লুকালে গভীর জলে

নিজের জালে নিজে ফেঁসে কি আমায়

দেখাতে চাও তুমি কতো নিকৃষ্ট

কতো মিছে করে গেছো অভিনয়

গত রাতে ছিলে ঘরে, বলে দিয়েই

ভেবো না আমি বুঝি না, ছিলে কই

বলো এমন কী কখনও পারিনি দিতে তোমায়?

আদৌ জানতে যদি কতো ভালবেসেছি তোমায়!

Mehr von Popeye

Alle sehenlogo

Das könnte dir gefallen