menu-iconlogo
huatong
huatong
avatar

Jole Giyachhilam Shoi

Pousali Banerjeehuatong
aug151987huatong
Liedtext
Aufnahmen
জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

এগো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই

এগো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

সোনার পিঞ্জরা, সই গো, রুপার টাংগুনি

সোনার পিঞ্জরা, সই গো, রুপার টাংগুনি

এগো, আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি

এগো, আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া

পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া

এগো, যাইবার কালে বেঈমান পাখি না চাইলো ফিরিয়া

এগো, যাইবার কালে বেঈমান পাখি না চাইলো ফিরিয়া

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

ভাইবে রাধারমণ বলে, পাখি রইলো কই

ভাইবে রাধারমণ বলে, পাখি রইলো কই

এগো, আইনা দে মোর প্রাণপাখি পিঞ্জরাতে থুই

এগো, আইনা দে মোর প্রাণপাখি পিঞ্জরাতে থুই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

এগো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই

এগো, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

জলে গিয়াছিলাম সই

Mehr von Pousali Banerjee

Alle sehenlogo

Das könnte dir gefallen