আমায় তুমি রৌদ্রভেজা বাংলা ভাষা দিয়ো
একটা কথাও হয়নি বলা দেখার মতো করে
তেমন করে হয়নি বসা তিথির মুখোমুখি
হয়নি জোড়া হয়নি অনেক কিছু চাওয়ার মতো করে
বীজের মুখে দুই বাংলার অবুঝ উপস্থিতি
আমায় তুমি রৌদ্রভেজা বাংলা ভাষা দিয়ো
জড়িয়ে ধ্যানে হাত দু′খানি, স্বপ্ন টলোমলো
উড়িয়ে দিলো মাথার মুকুট, কপালে ভালোবাসা
জড়িয়ে ধ্যানে হাত দু'খানি, স্বপ্ন টলোমলো
উড়িয়ে দিলো মাথার মুকুট, কপালে ভালোবাসা
জ্বলন্ত এক আগুনপাখি বন্ধু নিয়ে এলো
অতল শান্ত তরুণ ফুল দু′জন সর্বনাশা
আমায় তুমি রৌদ্রভেজা বাংলা ভাষা দিয়ো
যতই ওড়াও যতই পোড়াও, বুকে কুয়াশা অসুখ
একমুঠো ছাই প্রাপ্য হিসেব তিথির কাছে নিয়ো
যতই ওড়াও যতই পোড়াও, বুকে কুয়াশা অসুখ
একমুঠো ছাই প্রাপ্য হিসেব তিথির কাছে নিয়ো
নদীর স্রোতে কালপুরুষের দেমাগ জলে ভাসুক
আমায় তুমি রৌদ্রভেজা বাংলা ভাষা দিয়ো
আমায় তুমি রৌদ্রভেজা বাংলা ভাষা দিয়ো
(আমায় তুমি রৌদ্রভেজা বাংলা ভাষা দিয়ো)