menu-iconlogo
huatong
huatong
avatar

I Am in Love -Jeet Ganguli

Prince Ovihuatong
⭐𝐎𝐕𝐈⭐🐎CH🅰️Ⓜ️🅿️🆂🐎⭐huatong
Liedtext
Aufnahmen
I am in love -Janeman

Uploaded by

Prince Ovi

আই এম ইন লাভ

হ্যাঁ তোমারই

তুমি নিজেই জানো না

আই এম ইন লাভ

বাড়াবাড়ি

মানো কি না মানো না

তুমি আছো ধারে কাছেই

তবু একি জ্বালাতন

ভাবি নিজেই কতো কি যে

আর বেঁধে রাখি মন

এসে দেখো বাঁধা সাঁকো

আছে মনেরই পাড়ে ও

(..)

ভেলা ছেড়ে

এলে প্রথমবারেই

শোনো কি শোনো না

আই এম ইন লাভ

হ্যাঁ তোমারই

তুমি নিজেই জানো না

আই এম ইন লাভ

বাড়াবাড়ি

মানো কি না মানো না

স্বপ্নে কি কেউ

আসেনা ছড়া নিয়ে

দরজায় তোমার

সুখের কড়া নিয়ে

এসব আমি ভাবছি

একাই বসে

ও ও

ঘুম না এলে কি আর

করি বলো

তুমি না হয় এভাবে

চলে চলো

মনের মাঠে

যাচ্ছি একাই চোষে

আই এম ইন লাভ

হ্যাঁ তোমারই

তুমি নিজেই জানো না

আই এম ইন লাভ

বাড়াবাড়ি

মানো কি না মানো না

চাওয়া-পাওয়া

চাইছি মেলাতে

আসা যাওয়া চলবে

দিনে রাতে

নয়তো মিছেই

কেন এ গান গাওয়া

বারো মাসেই তোমাকে

সাথে পাবো

তেরো পার্বণ

তোমারি সাথে যাবো

পিছুপিছু তাই বলছে হাওয়া

আই এম ইন লাভ

হ্যাঁ তোমারই

তুমি নিজেই জানো না

আই এম ইন লাভ

বাড়াবাড়ি

মানো কি না মানো না

তুমি আছো ধারে কাছেই

তবু একি জ্বালাতন

ভাবি নিজেই কতো কি যে

আর বেঁধে রাখি মন

এসে দেখো বাঁধা সাঁকো

আছে মনেরই পাড়ে

(..)

ভেলা ছেড়ে

এলে প্রথমবারেই

শোনো কি শোনো না

আই এম ইন লাভ

হ্যাঁ তোমারই

তুমি নিজেই জানো না

আই এম ইন লাভ

বাড়াবাড়ি

মানো কি না মানো না

Mehr von Prince Ovi

Alle sehenlogo

Das könnte dir gefallen

I Am in Love -Jeet Ganguli von Prince Ovi - Songtext & Covers