menu-iconlogo
huatong
huatong
avatar

Tuktukir Maa

Pritom Hasanhuatong
northernlites44huatong
Liedtext
Aufnahmen
একটু অপেক্ষা করুন

বয়স আমার বেশি না,

ওরে টুকটুকির মা..

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা...

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

তোমার মাইয়েডারে দেবা না,

তোমার মাইয়েডারে দেবা না,

এ কতা মোডে কবা না;

তালি কিন্তু মরি যাবানি হুতোশে...

বয়স আমার বেশি না,

ওরে টুকটুকির মা..

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

বয়স আমার বেশি না

ওরে টুকটুকির মা...

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

Bd

একটু অপেক্ষা করুন

ও কাটতাম তাল খাজুর গাছ,

টুকটুকিডা বেড়াতো পাছ পাছ।

পেত্তেকদিন খাইতো রস তিনবেলা..

একটু অপেক্ষা করুন

ও,, কাটতাম তাল খাজুর গাছ;

টুকটুকিডা বেড়াতো পাছ পাছ।।

পেত্তেকদিন খাইতো রস তিনবেলা...

হয় আমারে জামোই বানাও,

নাইলে ঐ রসের দাম দ্যাও;

একটু অপেক্ষা করুন

ও হয় আমারে জামোই বানাও,

নাইলে ঐ রসের দাম দ্যাও;

মেলা দিন ধইরে কিন্তু জ্বালাইছে সে...

বয়স আমার বেশি না,

ওরে টুকটুকির মা..

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

বয়স আমার বেশি না;

ওরে টুকটুকির মা...

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

একটু অপেক্ষা করুন

আরে,ধরি তোমার দুইহান পাও,

কথাডা কী শুইন্যে লও।

কত স্বপন দেখি ওরে লইয়্যে..

একটু অপেক্ষা করুন

ধরি তোমার দুইহান পাও;

কথাডা কী শুইন্যে লও।।

কত স্বপন দেখি ওরে লইয়্যে...

টুকটুকিডা বউ হলি,

কী যে কায়দার হতো তালি

একটু অপেক্ষা করুন

আরে,,টুকটুকিডা বউ হলি,

কী যে কায়দার হতো তালি;

আমার মত জামোই তোমরা পাবা কোন দ্যাশে..?

বয়স আমার বেশি না,

ওরে টুকটুকির মা..

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

বয়স আমার বেশি না;

ওরে টুকটুকির মা...

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

বয়স আমার বেশি না,

ওরে টুকটুকির মা..

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

বয়স আমার বেশি না;

ওরে টুকটুকির মা...

খালি

চুল কয়ডা পাইক্কা গেসে বাতাসে!

(ধন্যবাদ)

Mehr von Pritom Hasan

Alle sehenlogo

Das könnte dir gefallen