menu-iconlogo
huatong
huatong
pritom-khoka-cover-image

Khoka

Pritomhuatong
🎵Md❣Rasel🎩B°M°C🎩🎶huatong
Liedtext
Aufnahmen
না না না যাবো না

কোত্থাও যাবো না

আমি মরে গেলেও না

শোধ না হলে ঋণ

দামি ফোন আর দামি ঘড়ি

সবই তো দিলাম

তবু সময় দিলে না

কল দাওনা কোনোদিন

শুধু বলো, "ফোন দিয়ো না রাতে

আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে

কথা বলতে পারবো না"

আমার বন্ধু জানে সবই

কার সাথে খাও কফি

বলে দাও সত্যি, এতো কী ভয়?

আমার মা বলেছিলো, "খোকা

তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না"

আমার মা বলেছিলো, "খোকা

তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না"

গোজামিল, গোজামিল

সারাটা জীবন যে পাইলা গোজামিল

তোমার এ সত্যিকারের প্রেমের নামে

দিয়া দিছে বড় গোজামিল, নাও ঠেলা

গোজামিল, গোজামিল

সারাটা জীবন যে পাইলা গোজামিল

তোমার এ সত্যিকারের প্রেমের নামে

দিয়া দিছে বড় গোজামিল, নাও ঠেলা

জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন

তাই ভালোবেসে মরেছি তোমার হতে প্রতিদিন

এখন বলো কী করছো, কেমন আছো?

নতুন ছেলেটা কি তোমার প্রিয় রং কী জানে?

সুর পারে আমার গানে?

না সে কি কোনো প্রিয় গানের মদতে

প্রথম প্রথম ভালো লাগে

পরে ফেলে রাখে

আমি ছিলাম যখন সাথে

ফোনটা উল্টো থাকে

উঁকি মারো মাঝে, আমি কিছু বুঝিনা

আমার কানে আসে সবই

কার সাথে খাও কফি

বলে দাও সত্যি, এতো কী ভয়?

তাই তো মা বলেছিলো, "খোকা

তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না"

আমার মা বলেছিলো, "খোকা

তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না"

আমার মা বলেছিলো, "খোকা

তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না"

আমার মা বলেছিলো, "খোকা

তুই প্রেম করিস না

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না"

গোজামিল, গোজামিল

সারাটা জীবন যে পাইলা গোজামিল

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না

গোজামিল, গোজামিল

সারাটা জীবন যে পাইলা গোজামিল

ভালো ছেলেদের কপালে

ভালো মেয়ে জোটে না

Mehr von Pritom

Alle sehenlogo

Das könnte dir gefallen