menu-iconlogo
huatong
huatong
protik-hasanananna-tor-valobasha-noyre-valo--cover-image

তোর ভালোবাসা নয়রে ভালো

Protik Hasan/Ananna Tor Valobasha Noyre Valohuatong
placeworshiphuatong
Liedtext
Aufnahmen
গান: তোর ভালোবাসা নয়রে ভালো

কন্ঠ: প্রতিক হাসান ও অনন্যা

১ পার্ট মেয়ে ২ পার্ট ছেলে

তোর ভালোবাসা নয়রে ভালো নিবে গেছে আলো

নাইরে কোন আশা, কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া, কেমনে ধরে রাখি

হো ও ও অন্তরেতে টান

লাগে বুকেরি পিঞ্জরে

তোরে ভুলে ওরে আমি থাকি.. কি করে

ও ও ও অন্তরেতে টা..ন লাগে বুকেরি পিঞ্জরে

তোর কথা, মনে পড়ে,তাই তো যাই উড়ে..

তোর ভালোবাসা নয়রে ভালো, নিভে গেছে আলো

নাইরে কোন আশা, কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া, কেমনে ধরে রাখি

BD Stars Group

দারুন অভিমান এ বুকে বাইরে জালা...

দুয়ারেতে তালা গলে নাইরে সে মালা

BD Stars Group

ও ও এমন ভালোবাসা দিলি যায় গো পুড়ে

জলে যায় ধরে ব্যথা হৃদয় জুড়ে

হো ও বারে বারে দারে দারে মনটা ঘুরে মরে

ডেকে ডেকে যাই তোর ডাক নাম ধরে

ও ও ও অন্তরেতে টা..ন লাগে বুকেরি পিঞ্জরে

তোর কথা, মনে পড়ে, তাই তো যাই উড়ে..

তোর ভালোবাসা নয়রে ভালো, নিভে গেছে

আলো নাইরে কোন আশা, কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া, কেমনে ধরে রাখি

BD Stars Group

আমার ভালোবাসা আমি, চাইরে ফিরে

পিছুটান ছেড়ে চলে আয় না ফিরে..

BD Stars Group

আমার জোছনাতে আমি আজো একা..

চাই তোরই দেখা ভুলে সময়ে রেখা..

ও ও হাতে হাতে সাথে সাথে আয়না চলি ওরে

মনে মনে ছুয়ি মন ছুপ চাপ করে ও ও ও

অন্তরেতে টান লাগে বুকেরি পিঞ্জরে

তোর কথা মনে পরে, তাই তো ডাকি ওরে

তোর ভালোবাসা নয়রে ভালো নিভে গেছে আলো

নাইরে কোন আশা, কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া, কেমনে ধরে রাখি

তোর ভালোবাসা নয়রে ভালো, নিভে গেছে আলো

নাইরে কোন আশা, কেমনে বাসি ভালো

তুই উরু উরু হায়রে পাখি তোকে মিছে ডাকি

নাইরে কোন মায়া, কেমনে ধরে রাখি

ধন্যবাদ

Mehr von Protik Hasan/Ananna Tor Valobasha Noyre Valo

Alle sehenlogo

Das könnte dir gefallen