menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কি জাদু জানো

Purnima/MANNAhuatong
sankovichgrhuatong
Liedtext
Aufnahmen
প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

S M SABUJ

RJ AKASH

১ মেয়ে ২ ছেলে

তুমি কি যাদু জানো,

কেবলি কাছে টানো

তোমাকে দেখলে পরে..

যায় না চোখ সরানো

FLW S M SABUJ

ও তুমি কি যাদু জানো,কেবলি কাছে টানো

তোমাকে দেখলে পরে..যায় না চোখ সরানো

করলে পাগল..দিনে দিনে

বাঁচবো না তো..তোমায় বিনে

হা,, তুমি কি যাদু জানো,কেবলি কাছে টানো

তোমাকে দেখলে পরে,যায় না চোখঁ সরানো

করলে পাগল..দিনে দিনে

বাঁচবো না তো..তোমায় বিনে

FOLLOW ME FOR MORE

HD MUSIC

S M SABUJ

RJ AKASH

মন পাখিটা তোমার কাছে যায়রে উড়ে

আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে

FLW RJ AKASH

মন পাখিটা তোমার কাছে যায়রে উড়ে

আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে

দূরে দূরে থাকা হলো এখন যে দায়

চুপি চুপি হৃদয় যেন তোমাকে চায়

এক সত্যি দুই সত্যি আছো প্রাঁণে

মনের মানুষ নাওনা চিনে

ও ও করলে পাগল দিনে দিনে

বাঁচবো না তো,তোমায় বিনে

তুমি কি যাদু জানো আহ,কেবলি কাছে টানো

তোমাকে দেকলে পরে,যায়না চোখঁ সরানো

করলে পাগল, দিনে দিনে

বাঁচবো না তো..তোমায় বিনে,হা...

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

S M SABUJ

এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া

এক জীবনের ভালবাসায় তোমায় পাওয়া

FLW S M SABUJ

এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া

এক জীবনের ভালবাসায় তোমায় পাওয়া

কথা দিলে কথা তুমি রাখবে আমার

তুমি ছিলে তুমি আছো থাকবে আমার

এক সত্যি দুই সত্যি আছো প্রাঁণে

মোনের মানুষ নাও"না চিনে

ও ও করলে পাগল,দিনে দিনে

বাঁচবো না তো,তোমায় বিনে

তুমি কি যাদু জানো,কেবলি কাছেঁ টানো

তোমাকে দেকলে পরে,যায়না চোখঁ সরানো

করলে পাগল....দিনে দিনে

বাঁচবো না তো... তোমায় বিনে.....

প্লিজ লাইক না দিয়ে জবেননা

ধন্যবাদ

Mehr von Purnima/MANNA

Alle sehenlogo

Das könnte dir gefallen