সালাম জানালে
আমার সোনার ছেলেরা তাকিয়ে দেখোনা
সবাই চলে গেলেও তোমরা হাল ছাড়োনা
এই বাংলা মায়ের টান কখনো ভুলবে না
তোমাদের রিনের প্রতিদান
কেউ দিতে পারবে না
সালাম জানালে তো হয় কম
কিভাবে দেব প্রতিদান
সেলুট জানায় তোমাদের মন থেকে
তোমরাই তো বাংলার আসল প্রান
স্বার্থ ছাড়াই তো মাটির টান
ভাবোনি একটি বার জীবনও দিতে
আমার সোনার ছেলেরা তাকিয়ে দেখোনা
সবাই ছেড়ে গেলেও তোমরা হাল ছাড়োনা
এই বাংলা মায়ের টান কখনো ভুলবে না
তোমাদের রিনের প্রতিদান
কেউ দিতে পারবে না