তুমি তাকালে এ চোখে
কিছু বলতে পারিনা
পাশে নেই--তা ও
আমি ভাবতে পারিনা
জানিনা কি হয়
একি ভালবাসা নয়১
একি ভালবাসা নয় ২
তুমি তাকালে এ চোখে
কিছু বলতে পারিনা
পাশে নেই--তা ও
আমি ভাবতে পারিনা
জানিনা কি হয়
একি ভালবাসা নয়১
একি ভালবাসা নয় ২
মন ছুটে যায় বারে বারে
এক সুখেরি অভিসারে
ও ও ও রাত কেটে যায় জেগে থেকে
এ হৃদয়ে ছবি এঁকে
আমি তোমাকে ছাড়া যে
কিছু ভাবতে পারিনা
তবু তোমাকে নিয়ে যে
করি স্বপ্ন রচনা
জানিনা কি হয়
একি ভালবাসা নয়১
একি ভালবাসা নয়২
এক আশা আজ মনে মনে
চাই তোমাকে এ জীবনে
ও ও ও যদি ঐ গান শুন তুমি
জানবে কি চাই শুধু আমি
বোবা মনটা কেন যে
কিছু বলতে পারেনা
তবু তোমাকে নিয়ে যে
করি স্বপ্ন রচনা
জানিনা কি হয়
একি ভালবাসা নয়১
একি ভালবাসা নয়২
তুমি তাকালে এ চোখে
কিছু বলতে পারিনা
পাশে নেই--তা ও
আমি ভাবতে পারিনা
জানিনা কি হয়
একি ভালবাসা নয়১
একি ভালবাসা নয়২
একি ভালবাসা নয়৩
একি ভালবাসা নয়৪