menu-iconlogo
huatong
huatong
avatar

Din Ase Din Jay

Raghab Chatterjeehuatong
feb221976huatong
Liedtext
Aufnahmen
দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

তবু তুমি এলে না

শুধু যে ফিরে তাকাই

দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

তবু তুমি এলে না

শুধু যে ফিরে তাকাই

ঝড় উঠে কালো চোখে

মেঘ তাই থমকে দাঁড়ায়

দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

তবু তুমি এলে না

শুধু যে ফিরে তাকাই

মনেরই সাজানো ক্যানভাসে তোমাকে আঁকা

ওই রুমালের চেনা গন্ধ মাখা

ও, কী যেন আবেশে পেয়েছি রোদেলা হাসি

কথা দিলাম থাকবো পাশাপাশি

একলা রাতে মন জোনাকি, যায় না তাকে ধরা

দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

তবু তুমি এলে না

শুধু যে ফিরে তাকাই

আমার শহরে খুঁজে যাই আজও তোমাকে

কত গল্প হতো চোখে চোখে

ও, মুঠোতে আঁকড়ে রেখেছি পুরোনো বিকেল

প্রথম চিঠি ভুলতে পারিনি যে

স্মৃতির ভাঁজে তন্দ্রা আসে, স্বপ্নরা দেয় ধরা

ও, দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

তবু তুমি এলে না

শুধু যে ফিরে তাকাই

দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

তবু তুমি এলে না

শুধু যে ফিরে তাকাই

ঝড় উঠে কালো চোখে

মেঘ তাই থমকে দাঁড়ায়

দিন আসে, দিন যায়

রাত আসে, রাত যায়

Mehr von Raghab Chatterjee

Alle sehenlogo

Das könnte dir gefallen