menu-iconlogo
huatong
huatong
raghab-chatterjee-parodeshi-megh-jao-re-phirey-cover-image

Parodeshi Megh Jao Re Phirey

Raghab Chatterjeehuatong
milenatickar14huatong
Liedtext
Aufnahmen
পরদেশী মেঘ যাওরে ফিরে

পরদেশী মেঘ যাওরে ফিরে

বলিও আমার পরদেশীরে

পরদেশী মেঘ যাওরে ফিরে

বলিও আমার পরদেশীরে

পরদেশী মেঘ

সে দেশে যবে বাদল ঝরে

আ... সে দেশে যবে বাদল ঝরে

কাঁদে না কি প্রাণ একলা ঘরে

বিরহ ব্যথা নাহি কি সেথা

বিরহ ব্যথা নাহি কি সেথা

বাজে না বাঁশি নদীর তীরে

পরদেশী মেঘ যাওরে ফিরে

বলিও আমার পরদেশীরে

পরদেশী মেঘ

বাদল রাতে ডাকিলে "পিয়া"

ডাকিলে "পিয়া পিয়া পাপিয়া"

ডাকিলে "পিয়া পিয়া পাপিয়া"

বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া?

ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ

আ... ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ

জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?

দেয় না কেহ গুরু গঞ্জনা

দেয় না কেহ গুরু গঞ্জনা

সে দেশে বুঝি কুলবতী রে

পরদেশী মেঘ যাওরে ফিরে

বলিও আমার পরদেশীরে

পরদেশী মেঘ

পরদেশী মেঘ

পরদেশী মেঘ

পরদেশী মেঘ

পরদেশী মেঘ

Mehr von Raghab Chatterjee

Alle sehenlogo

Das könnte dir gefallen