menu-iconlogo
huatong
huatong
avatar

{HD}ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে

Rahul AMBhuatong
ogreboardshuatong
Liedtext
Aufnahmen
কন্ঠ শিল্পী

Andrew Kishore

Konok Chapa

ছেলে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে

ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে.

যে ভালোবাসায় জিবন বাঁচে

সেই ভালোবাসা চাই তোমার কাছে

(মেয়ে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে

যে ভালোবাসায় জিবন বাঁচে

সেই ভালোবাসা চাই তোমার কাছে.

(ছেলে) ও সাথী সাথীরে আমি চিনেছি

ছেলে) রেখেছি তোমায় বুকের ভিতর

থাকবে সেখানে হাজার বছর

(মেয়ে) জেনেছি তোমায় এতোই আপন

ছুটবেনা কভু প্রানের বাঁধন

(ছেলে) স্বপনে খুঁজছি আমি যারে

মনে হয় পেয়েছি আজ তারে (ঐ)

(মেয়ে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে

(ছেলে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে ।

(ছেলে) ও হো হো হো হো....আ আ আ আ আ

@==amb Rahul==@

মেয়ে) কখনো আমায় একা করে

বন্ধু যেওনা দূরে সরে.

(ছেলে) যেখানে থাকি যতোই দূরে

খুঁজলে আমাকে পাবে ফীরে.

(মেয়ে) স্বর্গ দিয়েছো তুমি যারে

চীর দিন রবে তার অন্তরে

(ছেলে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে

(মেয়ে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে

(ছেলে) যে ভালোবাসায় জিবন বাঁচে

সেই ভালোবাসা চাই তোমার কাছে.

(মেয়ে) ও সাথী সাথীরে আমি চিনেছি তোমারে।

Mehr von Rahul AMB

Alle sehenlogo

Das könnte dir gefallen