menu-iconlogo
huatong
huatong
avatar

kaliya sona re goto nishi kotha chile

Rajibhuatong
stevek2huatong
Liedtext
Aufnahmen
কালিয়া সোনারে...

কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে,

,

কালিয়া সোনারে...গত নিশি কোথা ছিলে,

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া,

ছিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে,

কালিয়া সোনারে...গত নিশি কোথা ছিলে..

,

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে,

গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে,

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে,

গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে,

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি,

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি,

সিদুর আড়ানো কপালে...গত নিশি কোথা ছিলে,

কালিয়া সোনারে...গত নিশি কোথা ছিলে,

,

আসিবে বলে কথাটি দিলে,

নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে,

আসিবে বলে কথাটি দিলে,

নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে,

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি,

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি,

সিঁদুর আড়ানো কপালে..গত নিশি কোথা ছিলে,

কালিয়া সোনারে...গত নিশি কোথা ছিলে,

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া,

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া,

ছিঁড়ে ফেলেছি সকালে..গত নিশি কোথা ছিলে,

কালিয়া সোনারে...গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে...গত নিশি কোথা ছিলে

,

Mehr von Rajib

Alle sehenlogo

Das könnte dir gefallen