menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Je Khoti Korla Amar

Rajibhuatong
gaylebaeahuatong
Liedtext
Aufnahmen
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু

কাঁন্দাইওনা বেশি আর

আল্লায় করবে তোমার বিচার

আমারআল্লায় করবে তোমার বিচার

তুমি যে ক্ষতি করলা আমার

তুমি যে ক্ষতি করলা আমার

আল্লায় করবে তোমার বিচার

আমার আল্লায় করবে তোমার বিচার

আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার

হায়রে তুমি হইলা কার

আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার

হায়রে তুমি হইলা কার

তোমার জন্যে এত করলামকি দাম দিলা তুমিতার

হায়রে

তোমার জন্যে এত করলামকি দাম দিলা তুমিতার

আল্লায় করবে তোমার বিচার

আমার আল্লায় করবে তোমার বিচার

তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু

কাঁন্দাইওনা বেশি আর

আল্লায় করবে তোমার বিচার

আমারআল্লায় করবে তোমার বিচার

আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা বাইর

হায়রে..তুমি হইলা বাইর

সেই আগুন জ্বইলারে বন্ধু হায়রে

খুঁজি তোমায় বারে বার

হায়রে সেই আগুন জ্বইলারে বন্ধু হায়রে

খুঁজি তোমায় বারে বার

আল্লায় করবে তোমার বিচার

আমারআল্লায় করবে তোমার বিচার

তুমি যে ক্ষতি করলা আমার

তুমি যে ক্ষতি করলা আমার

আল্লায় করবে তোমার বিচার

আমার আল্লায় করবে তোমার বিচার

Mehr von Rajib

Alle sehenlogo

Das könnte dir gefallen