menu-iconlogo
huatong
huatong
raju-mondol-ki-maya-te-mon-karila-cover-image

Ki Maya te Mon Karila

Raju Mondolhuatong
🎀🎀niloy🎀mahmud🎀huatong
Liedtext
Aufnahmen
এক পলকের একটি ঝলক,যখন তোমায় দেখেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসেছি

এক পলকের একটি ঝলক,যখন তোমায় দেখেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসে...ছি

আলতা রাঙ্গা চরণ দুটি,পুস্প মালা গ..লে

কেমনে বলোনা বন্ধু, থাকি তোমায় ভু..লে

আলতা রাঙ্গা চরণ দুটি,পুস্প মালা গলে

কেমনে বলোনা বন্ধু, থাকি তোমায় ভু..লে

তোমার তরে মনের ঘরে...

তোমার তরে মনের ঘরে

আসন আমি গইড়া আছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসেছি

এক পলকের একটি ঝলক,যখন তোমায় দেখেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসে..ছি..

রোজ সকালে কলসি কাকে,আসো নদীর পারে

তোমারে দেখিয়া পরান,কেমন জানি করে

রোজ সকালে কলসি কাকে,আসো নদীর পারে

তোমারে দেখিয়া পরান,কেমন জানি করে

কি মায়াতে মন কারিলা...

কি মায়াতে মন কারিলা

পাগল আমি হইয়াছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসেছি

এক পলকের একটি ঝলক,যখন তোমায় দেখেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসেছি...

তোমায় ভেবে একা একা, জেগে কাঁটায় রজনী

এই জীবনে আপন বলে, তোমায় শুধু মা..নি

তোমায় ভেবে একা একা, জেগে কাঁটায় রজনী

এই জীবনে আপন বলে, তোমায় শুধু মানি

আকাইদে তোমায় পেলে...

আকাইদে তোমায় পেলে,ধন্য হব ভেবেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসেছি

এক পলকের একটি ঝলক,যখন তোমায় দেখেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসেছি

এক পলকের একটি ঝলক,যখন তোমায় দেখেছি

কেউ জানে না কেউ বোঝে-না

কত ভালো বেসেছি,কত ভালো বেসে..ছি..

Mehr von Raju Mondol

Alle sehenlogo

Das könnte dir gefallen