menu-iconlogo
huatong
huatong
raju-syl-tumi-je-amar-kobita-amar-bashir-ragini-cover-image

তুমি যে আমার কবিতা আমার বাঁশীরও রাগিনী Tumi Je Amar Kobita Amar Bashir Ragini

Raju SYLhuatong
⭐⃟💕𝐑𝐚𝐣𝐮☞Ⓡ𝐒yᄂ🇧🇩࿐huatong
Liedtext
Aufnahmen
শিরোনামঃ তুমি যে আমার কবিতা

কন্ঠ শিল্পীঃ মাহমুদুন্নবী & সাবিনা ইয়াসমিন

=>আপলোডেড বাই রাজু<=

=>রয়েল সিলেট ফ্যামিলি<=

====>>>>+<<<<====

ছেলেঃ তুমি যে আমার কবিতা

আমার বাঁশীর রাগিনী

আমার স্বপন আধ-জাগরণ

চিরদিন তোমারে চিনি

মেয়েঃ তুমি যে আমার কবিতা

ছেলেঃ আমার বাঁশীর রাগিনী

ছেলেঃ/মেয়েঃ আমার স্বপন আধ-জাগরণ

চিরদিন তোমারে চিনি

তুমি যে আমার কবিতা....

=>আপলোডেড বাই রাজু<= =>রয়েল সিলেট ফ্যামিলি<=

ছেলেঃ আমি কে তোমার যদি জানতে

তবে কি আমায় কাছে টানতে?

আমি কে তোমার যদি জানতে

তবে কি আমায় কাছে টানতে?

হয়ত সুদূরে যেতে গো সরে

মেয়েঃ না, না নয়নের নীলে তুমি যে ছিলে

চিরদিন তোমারে চিনি

তুমি যে আমার কবিতা....

=>আপলোডেড বাই রাজু<= =>রয়েল সিলেট ফ্যামিলি<=

মেয়েঃ তুমি এলে তাই স্বপ্ন এলো

ছেলেঃ ইন্দ্রধনুর লগ্ন এলো

মেয়েঃ/ছেলেঃ তুমি এলে তাই স্বপ্ন এলো

ইন্দ্রধনুর লগ্ন এলো

ছেলেঃ এ মধুর প্রহর হোক না অমর

ছেলেঃ/মেয়েঃ এ মধুর প্রহর হোক না অমর

ছেলেঃ ওগো মোর পল্লবীনি

তুমি যে আমার কবিতা

=>আপলোডেড বাই রাজু<= =>রয়েল সিলেট ফ্যামিলি<=

ছেলেঃ যদি এ লগন আঁধারে ঢাকে

মেয়েঃ যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে

ছেলেঃ/মেয়েঃ যদি এ লগন আঁধারে ঢাকে

যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে

ছেলেঃ তুমি যে আমার বলব আবার

মেয়েঃ তুমি যে আমার বলব আবার

ছেলেঃ/মেয়েঃ চিরদিন তোমারে চিনি

তুমি যে আমার কবিতা

আমার বাঁশীর রাগিনী

আমার স্বপন আধ-জাগরণ

চিরদিন তোমারে চিনি

তুমি যে আমার কবিতা...।

-=ধন্যবাদ=-

Mehr von Raju SYL

Alle sehenlogo

Das könnte dir gefallen