menu-iconlogo
huatong
huatong
avatar

Kon Sadhone Pabo

Rathindranath Royhuatong
khursheed050huatong
Liedtext
Aufnahmen
কোন সাধনে..পাবো তোমারে..

দয়াল,বল না তুমি আমারে..

কোন সাধনে..পাবো তোমারে..

দয়াল,বল না তুমি আমারে…

বল না তুমি আমারে..

আছ তুমি আউয়াল আখের

যাহেরে আর বাতুনে…

সাধনার ধন চিন্তা মনি

আছ তুমি গোপনে..

আছ তুমি আউয়াল আখের

যাহেরে আর বাতুনে..

সাধনার ধন চিন্তামণি

আছ তুমি গোপনে..

তুমি রহিম রহমান..

তুমি কাদের সোবাহান..

তুমি রহিম রহমান..দয়াল

তুমি কাদের সোবাহান..

ডাকি আমি তোমায় নত শিরে..

কোন সাধনে পাবো তোমারে..

দয়াল,বল না তুমি আমারে…

বল না তুমি আমারে..

তোমাকে খুঁজিতে গিয়া

সাজি বাউল মাস্তানা..

তুমি আমার কেবলা কাবা..

তুমি মক্কা মদিনা..

তোমাকে খুঁজিতে গিয়া

সাজি বাউল মাস্তানা..

তুমি আমার কেবলা কাবা..

তুমি মক্কা মদিনা..

আঁধার কি আলোতে

আকাশ কি বা জলেতে

আঁধার কি বা আলোতে দয়াল

আকাশ কি বা জলেতে

চরন ছাড়া করো না আমারে..

কোন সাধনে..পাবো তোমারে..

দয়াল..বল না তুমি আমারে….

বল না তুমি আমারে..

তোমার জন্য জগত পাগল

তোমার ইস্ কে দেওয়া না..

জানি না তোর সাধন ভজন

জানি না তোর ঠিকানা..

তোমার জন্য জগত পাগল

তোমার ইস্ কে দেওয়া না..

জানি না তোর সাধন ভজন

জানি না তোর ঠিকানা..

আমি খুঁজে না পাই তোমারে..

বাহিরে কি ভিতরে..

খুঁজে না পাই তোমারে..দয়াল

বাহিরে কি ভিতরে..

না কি বিরাজ কর প্রতি ঘরে..

কোন..সাধনে পাবো তোমারে..

দয়াল, বল না তুমি আমারে….

বল না তুমি আমারে..

কোন সাধনে..পাবো তোমারে

দয়াল, বল না তুমি আমার….

বল না তুমি আমারে….

Mehr von Rathindranath Roy

Alle sehenlogo

Das könnte dir gefallen