menu-iconlogo
huatong
huatong
avatar

Rajkonna - রাজকন্যা

Raz Dee/Muzahuatong
★Forhad99✨BDSS★huatong
Liedtext
Aufnahmen
#Forhad99

রাজকুমারী দু’একটা কথা বলি

বারান্দাটা ছেড়ে যেওনা

ভালবাসি নিজের থেকে বেশি

একটু খানি দাড়াও না

আমি যে সারাদিন

হয়ে যাই আনমনা

চিৎকার করে বলি

হাত দু’টি ধরে তোমার

তুমি আমার রাজকন্যা

তুমি আমার রাজকন্যা

ও হো...তুমি আমার রাজকন্যা

তুমি আমার রাজকন্যা

#Forhad99

ও..মাই প্রিন্সেস

দু’একটা কথা বলি

ফোনটা রেখে দিও না

এক্সাম হলে তোমাকে চিন্তা করি

একটু কথা বলোনা..

আমি যে…সারাদিন

হয়ে যাই…আনমনা

চিৎকার করে বলি

হাত দু’টি ধরে তোমার

তুমি আমার রাজকন্যা

তুমি আমার রাজকন্যা

ওহো...তুমি আমার রাজকন্যা

তুমি আমার রাজকন্যা

#Forhad99

চোখ দু’টো ভোর বেলার শিশির

চুলগুলো মেঘলা দিন

দেখলে পরে আমি সত্যি বলছি

হয়ে যাই ভাবলেশহীন

আমি যে সারাদিন

হয়ে যাই আনমনা

চিৎকার করে বলি

হাত দু’টি ধরে তোমার

তুমি আমার রাজকন্যা

তুমি আমার রাজকন্যা

ওহো..তুমি আমার রাজকন্যা

তুমি আমার রাজকন্যা

#Forhad99

Mehr von Raz Dee/Muza

Alle sehenlogo

Das könnte dir gefallen