menu-iconlogo
huatong
huatong
avatar

এ নদী এমন নদী জল চাই একটু যদি...(R&MMC)

Rezaul / Munnihuatong
꧁🎶𒆜Rezaul🌿Ahmed𒆜🎶꧂huatong
Liedtext
Aufnahmen
এ নদী এমন নদীই

হুম এ নদী এমন নদী

জল চাই একটু যদি

দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে

এ প্রিয়া এমন প্রিয়া

সোহাগে ভরলে হিয়া

কেবলিইই

কেবলি বিদ্রুপ আর

বাঁকা কথাই বলতে থাকে

এ নদী এমন নদীইই

এ প্রিয়ার চোখের পাতা

ছায়াতে হয়না কালো

এ প্রিয়ার চোখের পাতা

ছায়াতে হয়না কালো

কখনো নয়ন তারায়

ঝরেনা স্নিগ্ধ আলো

শুধু যে জ্বলে আগুওওন

শুধু যে জ্বলে আগুন

তবু তার এমনি গুওণ

পুড়বে জেনেও

মন যে আমার তাকেই দেখে

তাকে দেখেএএ

এ নদী এমন নদীইইই

আপলোডঃ রেজাউল&মুন্নী

এ প্রিয়ার নেইতো জানা

ক্ষমা যে কাকে বলেএ

মমতা করুণা সে

যতনে এড়িয়ে চলে

এ প্রিয়ার নেইতো জানা

ক্ষমা যে কাকে বলেএ

মমতা করুণা সে

যতনে এড়িয়ে চলে

গরলে ভরা সে প্রাআআণ

গরলে ভরা সে প্রাণ

তবু তাআর এমনি টাআন

মরবে জেনেও

এ প্রাণ আমার চায় যে তাকে

চায় যে তাকেএ

জল চাই একটু যদি

দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে

এ প্রিয়া এমন প্রিয়া

সোহাগে ভরলে হিয়া

কেবলিইই

কেবলি বিদ্রুপ আর

বাঁকা কথাই বলতে থাকে

Mehr von Rezaul / Munni

Alle sehenlogo

Das könnte dir gefallen