menu-iconlogo
huatong
huatong
avatar

ভুল বুঝে চলে যাও Bhul bujhe chole jao

Rinkuhuatong
sharon_ahmadhuatong
Liedtext
Aufnahmen

তুমি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

তুমি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

ফুল বাগানে ফুলের কলি আমি বনমালি

তুমি যে বলেছিলে আমি গানের কলি

ফুল বাগানে ফুলের কলি আমি বনমালি

তুমি যে বলেছিলে আমি গানের কলি

কেন যে এমন হলো সবকিছু এলোমেলো

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো

যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি

সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ঝরা হাসি

যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি

সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ঝরা হাসি

কেন যে এমন হলো সবকিছু এলোমেলো

সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে

তোমার লেখা গান... আমি গাইবো

ধন্যবাদ সবাইকে

Mehr von Rinku

Alle sehenlogo

Das könnte dir gefallen