menu-iconlogo
huatong
huatong
avatar

তোমায় দেখে মনটা আমার R+M

Ripon+moni আপলোডারhuatong
𝄞⑅⃝❤𝑻𝑨𝑴𝑰𝑴.𝑻♥𝑩𝑫💟huatong
Liedtext
Aufnahmen
R+M

R

তোমায় দেখে মনটা আমার

আনচান আনচান করে

হায়রে তোমায় দেখে মনটা আমার

আনচান আনচান করে

কবে তুমি লইয়া যাইবা

কবে তুমি লইয়া যাইবা

আপন করে ঘরে বন্ধু

বলো না রে।।

মুখে তোমার মধুর বাণী

অন্তর কিবা জানে

আরে মুখে তোমার মধুর বাণী

অন্তর কিবা জানে

তবু তোমায় লইবো ঘরে

তবু তোমায় লইবো ঘরে

হইবা মনের রানী

কাছে আসো নারে

R+M

""""""""""""""""'''''"""

অজানা সুখের পরশে

দোলে আমার মন

হায়রে অজানা সুখের পরশে

দোলে আমার মন

কবে আসবে সেই শুভ দিন

কবে আসবে সেই শুভ দিন

বলোনা এখন বন্ধু

বলো না রে,,,,

উতলা হরিয়ানা সখি

একটু সবুর কর

হায়রে উতলা হইয়ো না সখি

একটু সবুর কর

ভালোবেসে এই দুইটি হাত

ভালোবাইসা এই দুটি হাত

শক্ত কইরা ধর

কাছে আসো নারে

R+M

""""""""""""""""'''''"""

কিবা আশা কিবা শোনা

রাইখাছো এই অন্তরে

হায়রে কিবা আশা কিবা সোনা

রাইখাছো এই অন্তরে

বলোনা গো এই দাসী রে

বলোনা গো এই দাসি রে

শুনতে ইচ্ছা করে বন্ধু

বলো না রে,,,

আমার মনের এই বাসনা

সখি তোমার সনে

হায়রে আমার এই মনের বাসনা

সখি তোমার সনে

রাত নিশিতে খেলব পাশা

রাত নিশিতে খেলব বাসা

দুইজনেই গোপনে

কাছে আসো না রে

Mehr von Ripon+moni আপলোডার

Alle sehenlogo

Das könnte dir gefallen