menu-iconlogo
huatong
huatong
rituraj-mohanty-nandita-bagichay-bulbuli-cover-image

Bagichay Bulbuli

Rituraj Mohanty/ Nanditahuatong
⛓️Moshiur⛓️huatong
Liedtext
Aufnahmen
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

আজো তা'র ফুল কলিদের ঘুম টুটেনি,তন্দ্রাতে বিলোল।

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

আজো তা'র ফুল কলিদের ঘুম টুটেনি,তন্দ্রাতে বিলোল।

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,

আ আ আ আ আ ......

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,

আসেনি, দখিন' হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।

আসেনি, দখিন' হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি' আসবে বাহিরে,

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি' আসবে বাহিরে,

গিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।

গিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

দোল দোল দোল দিয়েছে, ঘুম ভেঙেছে কই ।

ফাগুন এসে ডাক দিয়ে যায় উঠলো এবার সই ।

দোল দোল দোল দিয়েছে, ঘুম ভেঙেছে কই ।

ফাগুন এসে ডাক দিয়ে যায় উঠলো এবার সই ।

ভাঙ্গাবোই ঘুম তোর......

আশাতে নেশাতে না জেগে জেগে রই ......

দখিনা এলো ওই ......

অলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই ......

ওঠ ওঠ ওঠ লো রে সই ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই ।

ওঠ ওঠ ওঠ লো রে সই ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই ।

আ আ আ আ ......

Mehr von Rituraj Mohanty/ Nandita

Alle sehenlogo

Das könnte dir gefallen