menu-iconlogo
huatong
huatong
avatar

Akash haray nil আকাশ হারায় নীল

Robi Chowdhuryhuatong
oskarantonhuatong
Liedtext
Aufnahmen

আকাশ হারায় নীল

হারায় আলার দিন

বাগান হারায় ফুল,নদি হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল

হারায় আলার দিন

বাগান হারায় ফুল,নদি হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

পথিক হারায় পথ চলারি পথে

প্রেমিক হারায় প্রেম ভুলেরি স্রতে

পথিক হারায় পথ চলারি পথে

প্রেমিক হারায় প্রেম ভুলেরি স্রতে

আমি চলারি পথে কোন ভুলেরি সাথে

দেবোনা জীবন জড়াতে...

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

বাউল হারায় ঘর সুরেরি টানে

নাবিক হারায় দিক ঝরে ও বানে

বাউল হারায় ঘর সুরেরি টানে

নাবিক হারায় দিক ঝরে ও বানে

কারো মায়ারি টানে কোন প্রেমেরি টানে

দেবোনা হ্রদয় ভাসাতে...

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল

হারায় আলার দিন

বাগান হারায় ফুল,নদি হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল

হারায় আলার দিন

বাগান হারায় ফুল,নদি হারায় কুল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

follow me for ne t new song

Mehr von Robi Chowdhury

Alle sehenlogo

Das könnte dir gefallen