menu-iconlogo
huatong
huatong
avatar

Je Chhayare Dhorbo Bole

Roma Mondalhuatong
slamkin7376huatong
Liedtext
Aufnahmen
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ

আজ, আজ সে মেনে নিল

আমার গানেরই বন্ধন

সে মেনে নিল আমার গানেরই বন্ধন

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ

আকাশে যার পরশ মিলায়

শরতমেঘের ক্ষণিক লীলায়

পরশ মিলায়

আকাশে যার পরশ মিলায়

শরতমেঘের ক্ষণিক লীলায়

পরশ মিলায়

আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন

শুনি তার নূপুরগুঞ্জন

আজ, আজ সে মেনে নিল

আমার গানেরই বন্ধন

সে মেনে নিল আমার গানেরই বন্ধন

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ

অলস দিনের হাওয়ায়

গন্ধখানি মেলে যেত

গোপন আসা-যাওয়ায়

অলস দিনের হাওয়ায়

গন্ধখানি মেলে যেত

গোপন আসা-যাওয়ায়

অলস দিনের হাওয়ায়

আজ শরতের ছায়ানটে

মোর রাগিণীর মিলন ঘটে

ছায়ানটে

আজ শরতের ছায়ানটে

মোর রাগিণীর মিলন ঘটে

ছায়ানটে

সেই মিলনের তালে তালে

বাজায় সে কঙ্কণ

সে বাজায়, বাজায় সে কঙ্কণ

আজ, আজ সে মেনে নিল

আমার গানেরই বন্ধন

সে মেনে নিল আমার গানেরই বন্ধন

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ

Mehr von Roma Mondal

Alle sehenlogo

Das könnte dir gefallen