menu-iconlogo
huatong
huatong
avatar

sham balika শ্যাম বালিকা

Rumihuatong
shellz3271huatong
Liedtext
Aufnahmen

আঁকাবাঁকা মেঠো পথ ধরে

হেঁটে যায় কোন বালিকা

নাকে নোলক, হাতে বাঁজু

পায়েতে আলতা আঁকা

আঁকাবাঁকা মেঠো পথ ধরে

হেঁটে যায় কোন বালিকা

নাকে নোলক, হাতে বাঁজু

পায়েতে আলতা আঁকা

শ্যাম বালিকা তুমি জানো কি?

তোমার জন্য দিতে পারি

আমার এই হৃদয়টি

শ্যাম বালিকা, তুমি বোঝো কি?

তোমার জন্য দিতে পারি

আমার এই হৃদয়টি

শ্যামবরণ মেয়ে তুমি

চলছো আলতো পায়ে

ওই চলন দেখে আমার

হৃদয়খানি দোলে

শ্যামবরণ মেয়ে তুমি

চলছো আলতো পায়ে

ওই চলন দেখে আমার

হৃদয়খানি দোলে

ও বালিকা, তুমি বোঝো কি?

তোমার জন্য দিতে পারি

আমার এ জীবনটি

শ্যাম বালিকা, তুমি জানো কি?

তোমার জন্য দিতে পারি

আমার এ জীবনটি

তোমার মনে কি আছে

আমি তা না জানি

তুমি বন্ধু আমার হবে

এই কথাটা মানি

তোমার মনে কি আছে

আমি তা না জানি

তুমি বন্ধু আমার হবে

এই কথাটা মানি

ও বালিকা, তুমি বোঝো কি?

তোমার জন্য বয়ে যায়

হৃদয়ের শ্রাবণধারাটি

শ্যাম বালিকা, তুমি জানো কি?

তোমার জন্য বয়ে যায়

হৃদয়ের শ্রাবণধারাটি

আঁকাবাঁকা মেঠো পথ ধরে

হেঁটে যায় কোন বালিকা

নাকে নোলক, হাতে বাঁজু

পায়েতে আলতা আঁকা

আঁকাবাঁকা মেঠো পথ ধরে

হেঁটে যায় কোন বালিকা

নাকে নোলক, হাতে বাঁজু

পায়েতে আলতা আঁকা

শ্যাম বালিকা তুমি জানো কি?

তোমার জন্য দিতে পারি

আমার এই হৃদয়টি

শ্যাম বালিকা, তুমি বোঝো কি?

তোমার জন্য দিতে পারি

আমার এই হৃদয়টি শ্যাম বালিকা..

Thanks

Mehr von Rumi

Alle sehenlogo

Das könnte dir gefallen