menu-iconlogo
logo

একা আছি তো কি হয়েছে Eka Achi To Ki Ho..

logo
Liedtext
একা আছি তো কি হয়েছে

একা আছি তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো, হৃদয়ে আছো..

আমারই জীবন তোমারই এখন

একা আছি তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি তো কি হয়েছে….

আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো..

আজ আমারই স্বপ্ন সত্যি যে হলো

এই মনে…

ও ও ও ও ও

এই প্রাণে…

গড়েছি স্বর্গ এই ভুবনে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি তো কি হয়েছে….

আর কভু খুলবে না, আমাদের বন্ধন

আর কভু খুলবে না, আমাদের বন্ধন

তুফানে…

ও ও ও ও ও

মরনে….

করি না যে ভয় কভু দু’জনে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি তো কি হয়েছে….

দিনরাত সারা বেলা থাকবো লুকিয়ে

দিন রাত সারা বেলা থাকবো লুকিয়ে

নয়নে…

ও ও ও ও ও

গোপনে…

জড়িয়ে.. রবো.. মধু.. মিলনে…

এই তুমি আছো,হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি

তো কি হয়েছে…

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো, হৃদয়ে আছো

একা আছি তো কি হয়েছে Eka Achi To Ki Ho.. von Runa Laila/Agun - Songtext & Covers