
Jiboner Gaan
জীবনের গান আজ গাইবো
জীবনের গান আজ গাইবো
হৃদয়ের কথা আজ বলবো
এই মন দিয়েছি যারে
চিরদিন আমি তার রইবো
জীবনের গান আজ গাইবো
হৃদয়ের কথা আজ বলবো
এই মন দিয়েছি যারে
চিরদিন আমি তার রইবো
জীবনের গান আজ গাইবো
কত পথ ঘুরে এলাম
তুমি ছিলে আমি ছিলাম
ভুলিনি..সেই স্মৃতি
ভুলিনি তোমারই নাম
কত পথ ঘুরে এলাম
তুমি ছিলে আমি ছিলাম
ভুলিনি...সেই স্মৃতি
ভুলিনি তোমারই নাম
কখনো ভেবো না হার মানবো
ভাগ্যের কাছে হার মানবো
জীবনের গান আজ গাইবো
হৃদয়ের কথা আজ বলবো
এই মন দিয়েছি যারে
চিরদিন আমি তার রইবো
জীবনের গান আজ গাইবো
যেখানেই থাকো যেমন
সুখে থেকো সারা জীবন
কি করে বুঝাবো আমি
তুমি যে কত আপন
যেখানেই থাকো যেমন
সুখে থেকো সারা জীবন
কি করে বুঝাবো আমি
তুমি যে কত আপন
তোমাকে নিয়ে যে ঘর বাধবো
স্বপ্নের মাঝে ঘর বাধবো
জীবনের গান আজ গাইবো
হৃদয়ের কথা আজ বলবো
এই মন দিয়েছি যারে
চিরদিন আমি তার রইবো
জীবনের গান আজ গাইবো
হৃদয়ের কথা আজ বলবো
এই মন দিয়েছি যারে
চিরদিন আমি তার রইবো