menu-iconlogo
logo

তুমি ছিলেনা যখন Tumi Chilena Jokhon

logo
Liedtext
তুমি ছিলেনা যখন...

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা...

তুমি আমার হলে ভালবাসা দিলে

ওগো দিলে যে সুখের..ঠিকানা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা

তুমি আমার হলে ভালোবাসা দিলে

ওগো দিলে যে সুখের..ঠিকানা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা..

রঙে রঙে ভরা....

এই যে পৃথিবী তুমি আছো বলে...

এতো আশা দোলে.. এই যে হৃদয়ে

তুমি আছো বলে..

ওগো তুমি আমার তুমি শুধুই আমার

শত অনুরাগের.. জোছনা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিল অজানা..

তুমি আমার হলে ভালবাসা দিলে

ওগো দিলে যে সুখের.. ঠিকানা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা..

আমি চেয়ে থাকি....

মুগ্ধ নয়নে তোমার মুখের পানে..

যতো কথা আছে...

বন্ধু তোমাকে বলি গানে গানে..

তুমি আমার বুকে,রবে চির সুখে

ওগো এইতো আমার..সাধনা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা..

তুমি আমার হলে,ভালবাসা দিলে

ওগো দিলে যে সুখের..ঠিকানা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা

তুমি আমার হলে ভালবাসা দিলে

ওগো দিলে যে সুখের..ঠিকানা

তুমি ছিলেনা যখন চোখে ছিলোনা স্বপন

ভালবাসা ছিলো অজানা..

উহু ..হুহু..হুহু..উহু..হুহু..

আহা..হা হা..হাহা..আহা..হা হা..

উহু..হুহু..হুহু..উহু..হুহু..

আহা..হা হা..হাহা..আহা..হা হা..

তুমি ছিলেনা যখন Tumi Chilena Jokhon von Runa Laila - Songtext & Covers