menu-iconlogo
huatong
huatong
rupak-tiarykajol-chatterjee-prothom-premer-chithi-cover-image

Prothom Premer Chithi

Rupak Tiary/Kajol Chatterjeehuatong
♥️🪂ᑎনঈমᗰ🇧🇩huatong
Liedtext
Aufnahmen
(M)প্রথম প্রেমের সেই

প্রথম লেখা চিঠি

প্রথম বলা ভালোবাসি।

(F)আমিও বেহায়া মন

অকারণে অভিসারী

ডাক পাঠালেই ছুটে আসি।

(M)শহরের ঠোঁটে গালে

লেগে থাকা অভিমানে

যেমন হারায় নাকচাবি।

(F)কে যে কাকে ভালোবেসে

প্রথম হারালো মন

বাকিটা প্রেমের ছায়াছবি।

বলো, আমি কি তোমার হতে পারি ?

বলো, আমি কি তোমার হতে পারি ?

(M)আমি কি তোমার হতে পারি ?

বলো, আমি কি তোমার হতে পারি ?

Music

(F)কিছু প্রেম কথাকলি

চোখের ভাষায় বলি

সবটুকু বোঝেনি সে জানি।

আমিও কি ভাবে তাকে

মুখ ফুটে ধরা দেই

মন আমার করে বেইমানী।

(M)দুচোখের নীলাকাশে

শরত ঘনালে বুঝি

লজ্জা মেঘের আনাগোনা।

(F)আমি তো কবেই তাকে

আমার করেছি শুধু

বোকা মন কেন যে বোঝে না।

(M+F)বলো,আমি কি তোমার হতে পারি ?

বলো,আমি কি তোমার হতে পারি ?

আমি কি তোমার হতে পারি ?

বলো,আমি কি তোমার হতে পারি ?

Mehr von Rupak Tiary/Kajol Chatterjee

Alle sehenlogo

Das könnte dir gefallen