menu-iconlogo
huatong
huatong
avatar

Atota Poth Periye

Rupam Islamhuatong
Destiny2020huatong
Liedtext
Aufnahmen
এতটা পথ পেরিয়ে

এসেছি, তবু দু'জনে

যেন হয়ে গেছি আরও অচেনা

এতটা পথ পেরিয়ে

এসেছি, তবু দু'জনে

যেন হয়ে গেছি আরও অচেনা, অচেনা

স্বপ্নেরা তবু খুঁজে যায়

জীবনের শেষ সীমানায়

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা

আরও একবার চলো ফিরে যাই

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কী হবে না ভেবে

আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে

আরও একবার রাজি আমি

আমি রাজি ঝুঁকি নিতে

তোর চোখে উঁকি দিতে

সম্মোহনের আমন্ত্রণে

আরও একবার রাজি আমি

আমি রাজি ঝুঁকি নিতে

তোর চোখে উঁকি দিতে

সম্মোহনের আমন্ত্রণে

বেশি কথা থাক বোলো না

ঠেকে শেখা গেছে ছলনা

পরিবর্তন এল না তবু মনে

স্বপ্নেরা তবু খুঁজে যায়

জীবনের শেষ সীমানায়

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা

আরও একবার চলো ফিরে যাই

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কী হবে না ভেবে

আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে

ও... হো হো

না না না না নানা না নানা

হে হে হে

আরও একবার চলো ফিরে যাই

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কী হবে না ভেবে

আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে

Mehr von Rupam Islam

Alle sehenlogo

Das könnte dir gefallen

Atota Poth Periye von Rupam Islam - Songtext & Covers