menu-iconlogo
huatong
huatong
avatar

ভুলে যদি সুখ পাও

সাজ্জাদ নূরhuatong
natashashaketa89huatong
Liedtext
Aufnahmen
ভুলে যদি সুখ পাও.ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো.

ভুলে যদি সুখ পাও.ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো.

আমারই জীবনে.হারিয়েছি স্বপনে

জানিনা কি মনে আমায় দেখো...

ভুলে যদি সুখ পাও ভুলেই থাকো

আমায় মনে যদি নাইবা রাখো..

কত কিনা আনমনে ভাবি নিরালায়

মনে পড়ে সেই দিন দুপুর বেলা

কত কিনা আনমনে ভাবি নিরালায়

মনে পড়ে সেই দিন দুপুর বেলা

বুঝিনি কি কারণে.পিরিতের ভুবনে

বুঝিনি কি কারণে.পিরিতের ভুবনে

নয়নে নয়নে ছবি আঁকো....

বাগিচা প্রান্তর কেঁদেছিল অন্তর

জন জন ঝড় বহে ভিতর....

ভুলে যদি সুখ পাও.ভুলে থাকো

আমায় মনে যদি.নাইবা রাখো.

যতনা স্মৃতি কাঁদায় দরদী কথা

বিরহের জ্বালা নিয়ে মনের ব্যথা

যতনা স্মৃতি কাঁদায় দরদী কথা

বিরহের জ্বালা নিয়ে মনের ব্যথা

আদি মায়া মমতা নেই কেন অযথা

আদি মায়া মমতা নেই কেন অযথা

পিরিতের চিতা বুকে রাখো..

কিযে নেশায় বিভোর

আমি আছি বহু দূর

ওই সুর ওই গানে ডাকো....

ভুলে যদি সুখ পাও.ভুলে থাকো

আমায় মনে যদি.নাইবা রাখো

ভুলে যদি সুখ পাও.ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

আমারই জীবনে.হারিয়েছি স্বপনে

জানিনা কি মনে আমায় দেখো

ভুলে যদি সুখ পাও.ভুলেই থাকো

Mehr von সাজ্জাদ নূর

Alle sehenlogo

Das könnte dir gefallen