menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Vanga Ghore Vanga Chala | আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা

Sabina Yeasminhuatong
Rashed990🇧🇩BDSShuatong
Liedtext
Aufnahmen
আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে

হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে

তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে

তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে

তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে

তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে

হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে

ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই

হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই

হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই

হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে

হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না

আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে

আমায় হাত বাড়াইয়া ডাকে

Mehr von Sabina Yeasmin

Alle sehenlogo

Das könnte dir gefallen