menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু আমার রাতের আকাশ (Short)

Sadman Pappuhuatong
sergio.spithuatong
Liedtext
Aufnahmen

ব্যথা ছিলো না

হঠাৎ করে হারিয়ে গেলে

ফিরে এলে না

এই হৃদয়ে তুমি ছিলে

ব্যথা ছিলো না

হঠাৎ করে হারিয়ে গেলে

ফিরে এলে না

এখন বন্ধু আমার রাতের ও আকাশ

ওর ঘরে তো আমার বসবাস

বন্ধু আমার চাঁদের জোছনা

এখন আমার মন কাঁদে না

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একায় পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু, একলা জীবন অনেক সুখের হয়

যেই আলোতে তোমার মায়া

আমার ছাঁয়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

যেই আলোতে তোমার মায়া

আমার ছাঁয়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

তারার মতো শত ব্যথা

বুকে জ্বলে নিভে

এখন আমি প্রহর কাটাই জোনাক থলে

বন্ধু আমার রাতের ও আকাশ

ওর ঘরে তো আমার বসবাস

আমার বন্ধু চাঁদের জোছনা

এখন আমার মন কাঁদে না

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একায় পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু, একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন

এখন আমায় স্বপ্ন দেখায়

মিথ্যে প্রতিদিন

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন

এখন আমায় স্বপ্ন দেখায়

মিথ্যে প্রতিদিন

দুঃখ ভরা প্রবণেতে, ফেলিরে নিঃশ্বাস

এতো সুখের ভালোবাসায়

ভাঙ্গলিরে বিশ্বাস

বন্ধু আমার রাতের ও আকাশ

ওর ঘরে তো আমার বসবাস

আমার বন্ধু চাঁদের জোছনা

এখন আমার মন কাঁদে না

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একায় পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু, একলা জীবন অনেক সুখের হয়

Mehr von Sadman Pappu

Alle sehenlogo

Das könnte dir gefallen