menu-iconlogo
huatong
huatong
avatar

Songsar songsare#

Safwan Sabbirhuatong
অচেনা🕺মানব.huatong
Liedtext
Aufnahmen

please follow music

হলো যা হবার বাকি কিছু নাই আমার

হলো যা হবার বাকি কিছু নাই আমার

সকাল মরলেই বাচি

আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে

এইসব করে কত চলে গেছে

সংসার আর সংসারে..

Follow-music

আমি পর কে আনিলাম ঘরে হইয়া সরল,..

রুপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল

আমি পরকে আনিলাম ঘরে হইয়া সরল

রুপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল

এখন সেই অভাগী.করে রাগারাগি

এখন সেই অভাগী করে রাগারাগি

ভুতে ধরা রোগী আমি সেজেছি

আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে

এইসব করে কত চলে গেছে

সংসার আর সংসারে

Follow-music

আমি ভেবেছিলাম পুত্রের মত আপন কেহ নাই,....

কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই

ভেবেছিলাম পুত্রের মত আপন কেহ নাই..

কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পরাই

পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া..

পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া

হায়রে জনম পুড়া আমি সেজেছি

আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে,

এইসব করে কত চলে গেছে

সংসার আর সংসারে

?_?_?_?_?_?_?

হলো যা হবার বাকি কিছু নাই আমার

হলো যা হবার বাকি কিছু নাই আমার

সকাল মরলেই বাচি...

আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে

এইসব করে কত চলে গেছে…

সংসার আর সংসারে

ওরে সংসার আর সংসারে

মাইনা ছাড়া চাকুরে

এইসব করে কত চলে গেছে…

আমার সংসার আর সংসারে [x3]

Saeid hasan

?Thank you?

Mehr von Safwan Sabbir

Alle sehenlogo

Das könnte dir gefallen

Songsar songsare# von Safwan Sabbir - Songtext & Covers