menu-iconlogo
huatong
huatong
avatar

ও যে মানে না মানা

Sagarhuatong
⚜️ち丹ム丹尺⚜️huatong
Liedtext
Aufnahmen
Song: ও যে মানে না মানা

Robindra Sangeet

Uploded by Sagar

.......

.....

...

ও যে মানে না মানা,

ও যে মানে না মানা

আঁখি ফিরাইলে বলে না না না

ও যে মানে না মানা,

ও যে মানে না মানা।

আঁখি ফিরাইলে বলে না না না

ও যে মানে না মানা,

ও যে মানে না মানা।

Uploded by Sagar

.......

.....

...

যতো বলি নাই রাতি

মলিনো হয়েছে বাতি,

যতো বলি নাই রাতি

মলিনো হয়েছে বাতি,

মুখপানে চেয়ে বলে না না না

ও যে মানে না মানা,

ও যে মানে না মানা।

Uploded by Sagar

.......

.....

...

বিধুর বিকল হয়ে ক্ষ্যাপা পবনে

ফাগুন করেছে হাহা ফুলেরো বনে,

বিধুর বিকল হয়ে ক্ষ্যাপা পবনে

ফাগুন করেছে হাহা ফুলেরো বনে,

আমি যতো বলি তবে

এবার যে যেতে হবে,

আমি যতো বলি তবে

এবার যে যেতে হবে,

দুয়ারে দাঁড়ায়ে বলে না না না

ও যে মানে না মানা,

ও যে মানে না মানা

আঁখি ফিরাইলে বলে না না না

ও যে মানে না মানা,

ও যে মানে না মানা।

...Thanks to all...

Mehr von Sagar

Alle sehenlogo

Das könnte dir gefallen