menu-iconlogo
huatong
huatong
avatar

তোমারে লেগেছে এত যে ভালো

Saif Zohanhuatong
noami4huatong
Liedtext
Aufnahmen
শিল্পী সুবীর নন্দী &কনকচাঁপা

hmm... hmm...hmm

Aaa..ha...haa..

hmm..hmm..hmm..

তোমারে লেগেছে এতো যে ভালো

চাদঁ বুঝি তা জানে

রাতের বাসরে দোসরও হয়ে

তাই সে আমার টানে..

চাদঁ বুজি তা জানে।।

রাতেরও আকাশে তারাও মিতালী

আমারে দিয়েছে সুরেরও গীতালি।

কতো যে আশায় তোমারে আমি,

জ্বালিয়ে আমি রেখেছি দিপালী।

আকুল ভ্রমরা বলে সে কথা,

বকুলেরও কানে কানে।

চাদঁ বুজি তা জানে।।

এতো যে কাছে চেয়েছি তোমারে

এত যে প্রীতি দিয়েছো আমারে

এতো যে পাওয়া কেমনে সহিবো

একাকী আমি নিরবে আধাঁরে

আকুল পাপিয়া ছড়ায়ে সে কথা

বাতাসেরও কানে কানে

চাদঁ বুঝি তা জানে।

তোমারে লেগেছে এতো যে ভালো

চাদঁ বুঝি তা জানে..

রাতের বাসরে দোসরও হয়ে

তাই সে আমার টানে..

চাদঁ বুজি তা জানে

hmm... hmm...hmm

Aaa..ha...ha...

Aa... ha..ha...

hmm..hmm..hmm..

hm..hm..hmm...

Thanks

Mehr von Saif Zohan

Alle sehenlogo

Das könnte dir gefallen