menu-iconlogo
huatong
huatong
saif-zohan-ab-matiro-pinjirar-majhe-bondi-hoiya-cover-image

ab Matiro Pinjirar Majhe Bondi Hoiya

Saif Zohanhuatong
mn8shrhuatong
Liedtext
Aufnahmen

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

মায়ে বাপে বন্দী হইয়া খুশিরও মাজারে

মায়ে বাপে বন্দী হইয়া খুশিরও মাজারে

লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে

কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে

মজবুতও পিঞ্জিরা ময়নায়

ভাঙ্গিতে না পারে রে

কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

হায়রে কান্দে হাছন রাজার মন মনিয়ায় রে

Mehr von Saif Zohan

Alle sehenlogo

Das könnte dir gefallen