menu-iconlogo
huatong
huatong
avatar

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

Salmahuatong
ecosway1huatong
Liedtext
Aufnahmen
ফাটাফাটি গান সোনা বন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধুর এমনি গুণ,

জল দিলে নিভেনা আগুন।

সোনা বন্ধুর এমনি গুণ,

জল দিলে নিভেনা আগুন।

কি দিয়ে নিভাবো আগুন

আমায় একটু বলনা।

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধুর মুখের হাসি

যেন পূর্ণিমা শশী,

সোনা বন্ধুর মুখের হাসি

যেন পূর্ণিমা শশী,

হাসিতে হ ইলাম পাগল

ঘরে থাকতে দিলানা।

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

মনে তো মানে না দিলে তো বুঝেনা

আরো গান পেতে চাইলে songbook check plz

সোনা বন্ধুর প্রেমের তরী

চালাই তারে কেমন করি,

সোনা বন্ধুর প্রেমের তরী...

চালাই তারে কেমন করি,

পাল তুলিয়া বইসা রইলাম।

মাঝির দেখা পাইলাম না।

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা

মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।

সোনা বন্ধু তুই আমারে।

ধন্যবাদ

Mehr von Salma

Alle sehenlogo

Das könnte dir gefallen