menu-iconlogo
logo

Kobita Porar Prohor Eseche hd

logo
Liedtext
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

সেই কথা ভেবে পিছু চাওয়া মোর

স্মৃতির নকশা বুনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

চারিদিকে এই চোখ দুটি মেলে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

চারিদিকে এই চোখ দুটি মেলে

পলাতক আমি কোথা যেন যাই

আঁধারের রিদন শুনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

Kobita Porar Prohor Eseche hd von Samina - Songtext & Covers