menu-iconlogo
huatong
huatong
avatar

ছলনাময়ী ( Cholonamoyee)

Samz vaihuatong
tarekul_50huatong
Liedtext
Aufnahmen
Tarekul Studio Present

গল্প গুলো সব মিথ্যে ছিলো

বুঝতে পারিনি আমি,

মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে

ওরে ছলনাময়ী।

বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে

আমায় ছেড়ে যেও না,

কোথায় গেলো তোমার মিথ্যে কান্না

এখন কি মনে পড়েনা ?

এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে

ভুলিতে পারিনা তোমাকে,

তোমার আমায় মনে আর কি পড়ে না?

কি করে ভুলে গেলে আমাকে।

Tarekul Studio Channelটি

Subscribeকরেন

ও বলিতে তোমার আমায় ছাড়া

লাগে বড়ো একা,

এখন কেন মুখ গোমরা করো

পেলে আমারও দেখা।

একটা সময় কাঁদাবে তোমায়

আমার ও শূন্যতা,

হাজারও ডাকলে আমায়

মিলবেনা আমারও ছায়া।

এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে

ভুলিতে পারিনা তোমাকে,

তোমার আমায় মনে আর কি পড়ে না?

কি করে ভুলে গেলে আমাকে।

starmaker: singer_tarekul

(Follow me....)

হবো একদিন খুব বড় আমি

তুমি থাকবেনা যোগ্য আমার,

দেখবে তুমি আর পুরবে নিরবে

পাবে না আর সে অধিকার।

বুঝবে তুমি ঠিকই খুঁজবে আমায়

হবে না তো লাভ কোন আর,

আমিও তো ভুলে যাবো তোমার ঠিকানা

হয়ে যাবো অন্য কাহার।

এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে

ভুলিতে পারিনা তোমাকে,

তোমার আমায় মনে আর কি পড়ে না?

কি করে ভুলে গেলে আমাকে।

Mehr von Samz vai

Alle sehenlogo

Das könnte dir gefallen