menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Robe Nirobe

Sanam Bandhuatong
mirville1huatong
Liedtext
Aufnahmen
তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

নিবিড় নিভৃত পূর্ণিমা

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

arrange shymoon

মম জীবন যৌবন

মম অখিল ভুবন

তুমি ভরিবে গৌরবে

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

জাগিবে একাকী

তব করুণ আঁখি

তব অঞ্চলছায়া

মোরে রহিবে ঢাকি

মম দুঃখবেদন

মম সফল স্বপন

মম দুঃখবেদন

মম সফল স্বপন

তুমি ভরিবে সৌরভে

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

নিবিড় নিভৃত পূর্ণিমা

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

Mehr von Sanam Band

Alle sehenlogo

Das könnte dir gefallen