menu-iconlogo
huatong
huatong
avatar

Ore Kala Bomura

Sandipanhuatong
🇧🇩Sohel🇧🇩Mahmud🇧🇩huatong
Liedtext
Aufnahmen
ওরে কালা ভ্রমরা

আঁই আঁইজো ফুলোর খরা

কলিত তুই মুক্কান নও লাগাইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ওরে কালা ভ্রমরা

আঁই আঁইজো ফুলোর করা

ওরে কালা ভ্রমরা

আঁই আঁইজো ফুলোর করা

কলিত মুক্কান নও লাগাইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

মুচ্ছি তো কাঁট্টোল নয়

কোঁয়া নও বাঁধাইলে

দুধ তো ধই নয়

দুইয়ান দিন নও অঁইলে..

মুচ্ছি তো কাঁট্টোল নয়

কোঁয়া নও বাঁধাইলে

দুধ তো ধই নয়

দুইয়ান দিন নও অঁইলে

মিছা নই তুঁই জানি লইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

?Sohel?Mahmoud?

বার বছর হইলে নারী হয় যুবতী

দেখিলে বন্ধুয়া গইত্তো চায় পিরিতি..

বার বছর হইলে নারী হয় যুবতী

দেখিলে বন্ধুয়া গইত্তো চায় পিরিতি

হে সময় আঁর খবর লইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

সিরাজে হয় ভ্রমরা আর নগইজ্জো ভূল

কলিতে মধু নাই যদি না ফুটে ফুল

সিরাজে হয় ভ্রমরা আর নগইজ্জো ভূল

কলিতে মধু নাই যদি না ফুটে ফুল

দুধেতে মরিচ ন ফেলাইও

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ওরে কালা ভ্রমরা

আঁই আঁইজো ফুলোর করা

ওরে কালা ভ্রমরা

আঁই আঁইজো ফুলোর করা

কলিত মুক্কান নও লাগাইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

ভ্রমরা ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও..

ইত্তার তুঁই আঁরে নও জ্বালাইও

Mehr von Sandipan

Alle sehenlogo

Das könnte dir gefallen