menu-iconlogo
huatong
huatong
avatar

Kichchu Chaini Aami-Cover

Santanu Dey Sarkarhuatong
rewillhitehuatong
Liedtext
Aufnahmen
কিচ্ছু চাইনি আমি

আজীবন ভালোবাসা ছাড়া

আমিও তাদেরই দলে

বারবার মরে যায় যারা

না-না কিচ্ছু চাইনি আমি

আজীবন ভালোবাসা ছাড়া

আমিও তাদেরই দলে

বারবার মরে যায় যারা

সময়ের ঘষা লেগে

শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে

আমি একা বসে থাকি

প্রেমিকের অপেক্ষা হয়ে

সময়ের ঘষা লেগে

শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে

আমি একা বসে থাকি

প্রেমিকের অপেক্ষা হয়ে

বাতাসে প্রবাদ আর

আকাশে আদিম ধ্রুবতারা

বাতাসে প্রবাদ আর

আকাশে আদিম ধ্রুবতারা

কিচ্ছু চাইনি আমি

আজীবন ভালোবাসা ছাড়া

Mehr von Santanu Dey Sarkar

Alle sehenlogo

Das könnte dir gefallen