menu-iconlogo
huatong
huatong
avatar

valo bashi bolish jodi ekbar

Sathihuatong
osiasphoenix7huatong
Liedtext
Aufnahmen
ভালো বাসি বলিস যদি একবার

[F] ভালো বাসি বলিস যদি একবার

আমি মরে যেতে পারি শতবার

ভালো বাসি বলিস যদি একবার

আমি মরে যেতে পারি শতবার

খুঁজবো না কারণ,শুনবো না বারন

আজ তোরই সাথে হলে হোক না মরণ

[M] জানি আমি জানি...

তুই আপন কতখানি

[F] জানি আমি জানি...

তুই আপন কতখানি...

[M] ভালো বাসি বলিস যদি একবার

আমি মরে যেতে পারি শতবার

খুঁজবো না কারণ,শুনবো না বারন

আজ তোরই সাথে হলে হোক না মরণ

[F] জানি আমি জানি...

তুই আপন কতখানি

[M] আরে জানি আমি জানি...

তুই আপন কতখানি...

[M] যত দেখি ওই মায়াবী মুখ

তত যেন আরো প্রেমে পড়ি

[F] দুটি চোখের এক ইশারাতে

শূন্য মনে সুখের স্বর্গ গড়ি

[M] হো,যত দেখি ওই মায়াবী মুখ

তত যেন আরো প্রেমে পড়ি

[F] দুটি চোখের এক,ইশারাতে

শূন্য মনে সুখের স্বর্গ গড়ি

[M] কি করে বুঝাই শুধু তোকে যে চাই

তুই ছাড়া আমার কোন চাওয়া তো নাই

[F] জানি আমি জানি...

তুই আপন কতখানি...

[M] হো, জানি আমি জানি...

তুই আপন কত খানি...

[F] আমার মাঝে আজ নেই তো আমি

খুঁজে ফিরি তোকে সারা বেলা

[M] একটুখানি চোখের আড়াল হলে

কেন জানি লাগে খুব একেলা...

=====ShortMusic====

[F] আমার মাঝে আজ নেই তো আমি

খুঁজে ফিরি তোকে সারা বেলা

[M] হো,একটুখানি চোখের আড়াল হলে

কেন জানি লাগে খুব একেলা

[F] তুই গেলে দূরে,রবো কেমন করে

যদি হারিয়ে যাস,আমি যাবো মরে

[M] জানি আমি জানি...

তুই আপন কতখানি...

[F] আরে জানি আমি জানি...

তুই আপন কতখানি...

[M] ভালো বাসি বলিস যদি একবার

আমি মরে যেতে পারি শতবার

[F] খুঁজবো না কারণ,শুনবো না বারন

আজ তোরই সাথে হলে হোক না মরণ

[M] জানি আমি জানি...

তুই আপন কতখানি...

[F] আরে জানি আমি জানি...

তুই আপন কতখানি...

Mehr von Sathi

Alle sehenlogo

Das könnte dir gefallen

valo bashi bolish jodi ekbar von Sathi - Songtext & Covers