menu-iconlogo
huatong
huatong
savvyprashmita--cover-image

বিয়ের নামে ভয় যে করে

Savvy/Prashmitahuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Liedtext
Aufnahmen
ছেলেঃ বিয়ের নামে ভয় যে করে, একাই আছি বেশ

বউয়ের বায়না মেটাতে হায় সারা জীবন শেষ

============

বিয়ের নামে ভয় যে করে একাই আছি বেশ

বিয়ের নামে ভয় যে করে একাই আছি বেশ

বউয়ের বায়না মেটাতে হায় সারা জীবন শেষ

যায়না তবু মন পাওয়া

মেয়েদের মন পাওয়া

যায়না তবু মন পাওয়া

মেয়েদের মন পাওয়া--

মেয়েঃ বিয়ের পরে স্বামীর ঘরে বউরা যে খায় কেছ

বিয়ের পরে স্বামীর ঘরে বউরা যে খায় কেছ

বেগার খেটে ও নিন্দে জোটে কথায় মারে শেষ

যায় না তবু মন পাওয়া

ছেলেদের মন পাওয়া

যায় না তবু মন পাওয়া

ছেলেদের মন পাওয়া---

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ ফুলের মালারে দেয় হুলের জ্বালা যে

সুন্দরী বউ ভয়ংকরী রুপে যেই সাজে

মেয়েঃ ফুলের মালারে দেয় হুলের জ্বালা যে

স্বামী যখন আসামি হয় কথা সেই কাজের

ছেলেঃ বিয়ের পরে এক বছরে

হা- বিয়ের পরে এক বছরে প্রেমের মধু শেষ

বউয়ের, মুখ চানতা খাওয়ায় করতে হয় অভ্যাস

যায়না তবু মন পাওয়া

মেয়েদের মন পাওয়া

মেয়েঃ যায় না তবু মন পাওয়া

ছেলেদের মন পাওয়া---

-=চয়েজ বাই মেহজাবিন মৌ=-

ছেলেঃ বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোসনা ফাকি দিয়েছে

===============

মেয়েঃ বদলে গেছে দিন

আর নেই তো আগের ছিন

হেসেল ছেড়ে আকাশ জুড়ে মেয়েরা স্বাধীন

ছেলেঃ রান্না ঘরের কাজ

যার করতে লাগে লাজ

স্বামীর পকেট মারতে সে বউ দেখায় হাতের কাজ

মেয়েঃ বিয়ের পরে শ্বশুরবাড়ি..

হা আ আ আ....

বিয়ের পরে শ্বশুরবাড়ি বউয়ের নিজের দেশ

একটা বায়না মিটায় স্বামী দশটা হলে তেশ

নাই বা হলো মন পাওয়া

ছেলেদের মন পাওয়া

নাই বা হলো মন পাওয়া

ছেলেদের মন পাওয়া--

ছেলেঃ নাই বা হলো মন পাওয়া

মেয়েদের মন পাওয়া

নাই বা হলো মন পাওয়া

মেয়দের মন পাওয়া

====ধন্যবাদ====

Mehr von Savvy/Prashmita

Alle sehenlogo

Das könnte dir gefallen