menu-iconlogo
huatong
huatong
avatar

বাগিচায় বুলবুলি তুই ফুল \\

Shahidul islamhuatong
100033720688huatong
Liedtext
Aufnahmen
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

আজও হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন

আজও হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন

আসেনি দখিনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে

শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলেল বান

ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলেল বান

কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

মিউজিক

কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, কুল পেলিনে আর

কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে, কুল পেলিনে আর

ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভর আঁখির কোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

Mehr von Shahidul islam

Alle sehenlogo

Das könnte dir gefallen