menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-parina-vule-jete-cover-image

Parina Vule Jete পারিনা ভুলে যেতে

Shahnaz Rahmatullahhuatong
moorericmooorehuatong
Liedtext
Aufnahmen
পারি না ভুলে যেতে

স্মৃতিরা মালা গেঁথে

হারানো সেই পৃথিবীতে

ডেকে নিয়ে যায়...

আমারে কাঁদায়...

আমারে কাঁদায়..

পারি না ভুলে যেতে

স্মৃতিরা মালা গেঁথে

হারানো সেই পৃথিবীতে

ডেকে নিয়ে যায়...

আমারে কাঁদায়...

আমারে কাঁদায়..

কেউ যদি এ মুখ দেখে

আমাকে দুঃখী বলে

শুধাই যদি কেন ভাসি

পোড়া এই চোখের জলে

আমার.. সকল কথার জবাব যেন

তখনই হারায়...

আমারে কাঁদায়...

আমারে কাঁদায়..

পারি না ভুলে যেতে

স্মৃতিরা মালা গেঁথে

হারানো সেই পৃথিবীতে

ডেকে নিয়ে যায়...

আমারে কাঁদায়...

আমারে কাঁদায়..

আমায় দিয়ে ভুল ঠিকানা

সে আছে কত দূরে

ছেঁড়া তার ভাঙ্গা সেতার

বাজে না আগের সুরে

তবু.. ফেলে আসা পথে যেতে

সম্মুখে দাঁড়ায়...

আমারে কাঁদায়...

আমারে কাঁদায়..

পারি না ভুলে যেতে

স্মৃতিরা মালা গেঁথে

হারানো সেই পৃথিবীতে

ডেকে নিয়ে যায়...

আমারে কাঁদায়...

আমারে কাঁদায়..

Mehr von Shahnaz Rahmatullah

Alle sehenlogo

Das könnte dir gefallen