menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo Poraner Piya (Sukumar)

Sharif Uddinhuatong
ethanowenhuatong
Liedtext
Aufnahmen
ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

বসর শেষে বারি এসে করিব বিয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

বসর শেষে বারি এসে করিব বিয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

ও ও ও

নৌসা সেজে যাবো আমি বন্ধু তুমার বারি

তুমার অঙ্গে সেদিন পিয়া থাকবে লাল শারি

নৌসা সেজে যাবো আমি বন্ধু তুমার বারি

তুমার অঙ্গে সেদিন পিয়া থাকবে লাল শারি

বিয়ার সাজন সাজিবে, আমার পাশে বসিবে

আদর দিমু তুমারে, বাসরে নিয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

ও ও ও

বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার

সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার

বিয়ের পরে হানিমুনে যামু কক্সবাজার

সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার

করবো প্রেম আলিঙ্গন, কি যে মধুর লগন

ভয় লাগিলে আমারে ধরিও জোরাইয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

ও ও ও

রাঙামাটি যাবো মুরা আঁকাবাঁকা পথে

গাছতলায় বলিব কথা হাত রাখিয়া হাতে

রাঙামাটি যাবো মুরা আঁকাবাঁকা পথে

গাছতলায় বলিব কথা হাত রাখিয়া হাতে

মাসুদ হাসান টোকনে প্রেমের কুঞ্জবনে

দিবে চুমা অঙ্গের মাঝে ফুল ছিটাইয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

বসর শেষে বারি এসে করিব বিয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

বসর শেষে বারি এসে করিব বিয়া

ওগো পরানের পিয়া আমার ময়না টিয়া

ও ও ও

Mehr von Sharif Uddin

Alle sehenlogo

Das könnte dir gefallen

Ogo Poraner Piya (Sukumar) von Sharif Uddin - Songtext & Covers